Digital Marketing and Advertisement:
বর্তমান অনলাইনে বা স্যোসাল মিডিয়াতে আমরা প্রতিনিয়ত ভাইরাল হতে চাই যেন নিজেদের ডিজিটাল প্রোফাইল, পোর্টফোলিও, কাজ-কর্ম ও তথ্য সবাইকে জানাতে পারি। ঠিক একই ভাবে আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠানের নাম, প্রোডাক্ট এবং সেবার পরিচিতি করে থাকি যাতে আমাদের নির্ধারিত শ্রোতা, ত্রেতা,বিক্রেতা, ব্যবহারকারীর নিকট বার বার আমাদের সেবা বা প্রোডাক্টটি দেখিয়ে তাকে আমাদের একজন ক্রেতা/বিক্রেতা পরিনত করে নিজেদের ও প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে পূরণ করে লভ্যাংশ বৃদ্ধি কতে পারি । এরই ধারাবাহিকতায় বর্তমান ২০২৩ ডিজিটাল বিজ্ঞাপন/ক্যাম্পেইন মোট মার্কেটিং চ্যানেলের ৯৮% জাইগা দখল করে আছে।
ডিজিটাল ক্যাম্পেইন/ বিজ্ঞাপন বিষয়টি বর্তমানে শুধু মাত্র ডলার বুস্ট করে ফেইজবুক বা গুগুলে Ads দেওয়ার মধ্যে সিমাব্ধ নয়। এটি একটি বিশাল প্লাটফর্ম যেখানে বর্তমানে একটি কন্টেন্ট (তথ্য, ছবি, শর্ট ভিডিও, রিলস, ভিডিওগ্রাফি, ওয়েবসাইট), Target Audience ( আপনার ক্যাম্পেইন কাদের জন্য), Target Area ( কোন কোন এলাকা/স্থান), Demographic (যাদের জন্য Ads তাদের কাজ, আগ্রহ, বয়স ইত্যাদি), Goal (Ads এর উদ্দেশ্য) সহ একটি সমন্বিত কার্যক্রম হলো পরিপূর্ন ডিজিটাল ক্যাম্পেইন । যেখানে নিজেদের/ প্রতিষ্ঠানের Ads এর উদ্দেশ্য পুরুনের পাশা-পাশি KPI ও ROI পরিমাপসহ খরচ কমিয়ে থাকে ।
ডিজিটাল মার্কেটিং বর্তমানে কয়েকটি ডিজিটাল প্লাটফর্মে মাল্টিপল অপাশনের মাধ্যমে করা হয়। তার মধ্যে জনপ্রিয় মার্কেট প্লেস গুলো হচ্ছেঃ
- Meta (Facebook, Instagram, WhatsApp)
- Google (website, google map)
- Youtube
- Tiktok
- Twitter বর্তমান নাম com
- Search Engine optimization (SEO)
- Influencer Marketing
- এনালগ পদ্ধতি (টিভি, পত্রিকা) ইত্যাদি ।
Facebook Ads opportunities:
- Type of Campaign:
- Awareness : এই টাইপের Ads ক্রিয়েশনের মাধ্যমে কোন একটি ব্যান্ড বা প্রতিষ্ঠানের নাম মানুষের কাছে Reach (নামটি জানিয়ে দেওয়া হয়), Brand Awareness (প্রতিষ্ঠানের গুরুত্ব মানুষকে বুঝানো), Video Views (প্রতিষ্ঠানের ভিডিও দিয়ে মানুষ কে তথ্য জানানো), Location (প্রতিষ্ঠানের ঠিকানা মানুষকে পরিচিত করা) ।
- Traffic : প্রতিষ্ঠানের ফেইজবুক পেইজ বা ওয়েবসাইট মানুষকে ভিজিট করে পেইজের বা প্রতিষ্ঠানের পোষ্ট রিচ করা ।
- Engagement: প্রতিষ্ঠানের পোষ্ট গুলিতে গ্রহক বা অডিয়েন্সের মনে/দৃষ্টিতে আকর্ষণ তৈরি করে actual customer এ রূপান্তর করা।
- Leads : এইটার মাধ্যমে টার্গেট অডিয়েন্স/কাস্টমার থেকে তথ্য কালেক্ট করা কোন একটি সার্ভিস, পণ্য বা পড়ালেখার বিষয়ে তথ্য সংগ্রহ করে আগ্রহীদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত বিষয়ের বিজ্ঞাপনসহ বিভিন্ন বিষয়ে বর্তমান ও ভবিষ্যতে তথ্য জানানো ।
- App promotion: প্রতিষ্ঠানের app ডাউনলোড করতে এবং এটা সম্পর্কে মানুষকে বিস্তারিত সুবিধা, প্রয়োজনীয়তার বিষয়ে জানতে Ads দেখানো হয়।
- Sales: কোন প্রতিষ্ঠানের শিক্ষার বিষয় সরাসরি ফেইজবুক ও স্যোসাল মিডিয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি এবং ব্যক্তি, প্রতিষ্ঠানের পণ্য, সেবা বা বিক্রয় নিশ্চিত করা ।
- Carousel Ads: একটি Ads দিয়ে ১০ টি পর্যন্ত প্রোডাক্ট, সেবা ও বিষয় মানুষের কাছে পৌছে দেওয়া এবং সঠিক কাষ্টমার এর নিকট সঠিক প্রোডাক্ট দৃশ্যমান করা
- Like/Follower Ads: এই Ads এর মাধ্যমে ফেইজবুক পেইজে লাইক নিয়ে আসা যা ভবিষ্যৎ সেলস বা প্রতিষ্ঠানের তথ্য তার অডিয়েন্সের কাছে সবসময় পৌছে দিতে সহযোগীতা করে। এই বিষয়ে উদাহরণ হিসাবে- আপনি যদি প্রথম আলো পেইজটি ফলো দিয়ে থাকেন তাহলে আপনার কাছে ফেইজবুক তাদের পোষ্ট বা নিউজগুলি আপনার ফেইজবুক Feed এ দেখাবে যাতে আপনি নিউজগুলি দেখতে পারেন । যাকে অরগানিক ট্রাফিক হিসাবে বিবেচনা করা হয়।
- Video Ads: কোন একটি পন্য/সেবা/শিক্ষা এবং প্রতিষ্ঠান তার Brand সম্পর্কে তুলে ধরতে এই ধরনের Ads দিয়ে থাকে। উদাহরণ হিসাবে: Britannia university, কুমিল্লার এইভিডিও টি দেখা যেতে পারে । Video link- https://web.facebook.com/britannia.edu.bd/videos/966491600362954এইটি এনালাইসিস করে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরে, Ads এর মাধ্যমে ৩৬১.৯ হাজার Target অডিয়েন্সকে তাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানানো হয়েছে। উল্লেখ্য যে এই বিজ্ঞাপনের পর Britannia university ওই সেমিস্টারে তাদের এডমিশন ইতিহাসে সব থেকে বেশি ছাত্র-ছাত্রী এডমিশন নেয়।